ফাইবার অপটিক সংযোগের আওতায় আসছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

0 comments

ফাইবার অপটিক সংযোগের আওতায় আসছে সব শিক্ষাপ্রতিষ্ঠানতথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সব শ্রেণী-পেশার  মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।বর্তমান সরকারের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এগিয়ে যাওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিগত তিন বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনাও উপস্থাপন করেছেন।



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি আমাদের মেধাবী তরুণ-তরুণীদের জন্য প্রযুক্তিনির্ভর আধুনিক কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগযোগ্য বিশ্বমানের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে।
 
প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত কানেক্টিভিটি পৌঁছে দিতে কী কী উদ্যোগ নেয়া হয়েছে এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্র জানায়, প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত কানেক্টিভিটি পৌঁছে দেয়া এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ, সংস্থা ও দফতরের সেবাকে একটি সমন্বিত প্লাটফর্মে নিয়ে আসতে এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের মূল উপাদানসমূহ:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান,স্বাস্থ্যকেন্দ্র, পোস্ট অফিস, কৃষি ও অন্যান্য সরকারি দফতর/প্রতিষ্ঠানকে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের আওতায় আনা।
১০ হাজার পয়েন্ট অফ প্রেজেন্স (আর্থিক লেনদেন কেন্দ্র) ও ব্যবসা প্রসার (গ্রোথ সেন্টার) কেন্দ্রসমূহ সম্প্রসারণ।
৪ হাজার প্রাথমিক বিদ্যালয়, ১০ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১ হাজার কলেজে (স্নাতক) শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেটর ল্যাব স্থাপন।
গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে একটি আধুনিক মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন।
সাইবার সিকিউরিটি প্রশিক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহে সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন।
হার্ডওয়্যার শিল্পের বিকাশে নির্বাচিত প্রতিষ্ঠানে ভিএলএসআই ল্যাব স্থাপন।
সব সরকারি দফতরে ই-সার্ভিস বাস্তবায়নের ক্ষেত্রে প্রস্তুতির লক্ষ্যে প্রয়োজনীয় কম্পিউটার ও যন্ত্রাংশ সরবরাহ এবং ডিজিটাল কনটেন্ট ডেলিভারি, তথ্য সংরক্ষণ, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, যন্ত্রপাতি ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা ইত্যাদির জন্য সুইচরুম সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি।
জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব স্থাপন।

একটি প্লাটফর্মসহ পেমেন্ট গেটওয়ে প্রস্তুত করার মাধ্যমে সব বাণিজ্যিক ও আর্থিক সেবা সহজলভ্য করতে ব্যবসা প্রসার কেন্দ্রে ডিজিটাল মানি পে পয়েন্ট স্থাপন।
জনগণকে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা প্রদানের লক্ষ্যে ইমার্জেন্সি সার্ভিস (৯৯৯) স্থাপন।
রাজধানীতে সেবামূল্যে ইন্টারনেট সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি কেরতে দেশব্যাপী পয়েন্ট অব ইন্টারকানেক্ট স্থাপন
নাগরিক সেবা প্রদানে বিশ্বাসযোগ্যতা যাচাইকরণ ও সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের জন্য বায়োমেট্রিক ডিভাইস সরবরাহ।
তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন পার্ক/হাটবাজার ইত্যাদি স্থানে ১ হাজার ওয়াই-ফাই জোন স্থাপন।
১২টি আইটি পার্ক ও ৬৪টি শিল্পকলা একাডেমিতে ডিজিটাল লাইব্রেরি ও মাল্টিমিডিয়া স্টোর স্থাপন।
জাতীয় সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজিটালাইজেশন এবং ই-পার্লামেন্ট স্থাপন।
ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে ইন্টারনেট সাসটেইনেবিলিটি সেন্টার স্থাপন।
ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল কনটেন্ট উন্নয়ন।

এছাড়া আগামীর প্রকল্পগুলোর মধ্যে থাকছে- টেকনোলজি ল্যাব অ্যান্ড সফটওয়্যার ফিনিশিং স্কুল, ইনফো সরকার-৩ প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, ইনটিগ্রেড ই- গভর্মেন্ট প্রকল্প, বিশ্ববিদ্যালয়ে ভিএলএসআই ল্যাব, জাতীয় নিরাপত্তা কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক ল্যাব, আইটি পার্ক ফর এমপ্লয়মেন্ট প্রকল্প, ডিজিটাল কানেক্টিভিটির প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাডেমি, জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি সেন্টার, জাতীয় সার্টিফিকেশন পরীক্ষা পদ্ধতি, জাতীয়  সাইবার সিকিউরিটি এজেন্সি, ভার্চুয়াল ইউনিভার্সিটি অব মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Read more...

Nokia 8 Is Finally Here With 6GB RAM_128GB ROM 2017

0 comments

Nokia 8 Is Finally Here With 6GB RAM_128GB ROM 2017
Nokia fans buckle in as you may be about to see the dream mobile phone you’ve been waiting for.
A concept video made using a range of leaked images looks to build on the rumoured existence of a high-end Nokia 8 smartphone, a device that was quashed by chip manufacturer Qualcomm as recently as last month.

 Nokia 8 smartphone expected to comes with a 5.7 inch Quad HD (1440×2560 pixels) Super AMOLED display. Also expected to be powered by a Qualcomm Snapdragon 835 or Qualcomm Snapdragon 821 processor. The device expected to comes with two variants — 64GB variant and 128GB variant, which can be expanded up to 128GB using via microSD card. The Nokia 8 also expected on the photography a 24-megapixel rear camera and a 12-megapixel selfie snapper.
 
 The video shows a smartphone that is of a boxed style and features what looks like a USB Type-C connector on its foot. On the back of the device is a large rounded camera that is presumably the 22.3-megapixel Carl Zeiss lens mentioned before and alongside it sits a heart rate monitor.
 The screen size in the video marries up with the 5.7-inch Quad HD Super AMOLED display mentioned in recent leaks, and is in addition to a litany of other specs that have been churning around the Nokia 8 rumour mill. The perceived wisdom is that there will be two different versions of the device; one powered by a Qualcomm Snapdragon 835 chip, and the other running on a Snapdragon 821 – and they will supposedly have 6GB or 4GB of RAM respectively.

 Nokia fans buckle in as you may be about to see the dream mobile phone you’ve been waiting for.
A concept video made using a range of leaked images looks to build on the rumoured existence of a high-end Nokia 8 smartphone, a device that was quashed by chip manufacturer Qualcomm as recently as last month.



This video is based on the renders of that Qualcomm reference device for the SD835. It would make an interesting flagship for Nokia.
Nokia 8 smartphone expected to comes with a 5.7 inch Quad HD (1440×2560 pixels) Super AMOLED display. Also expected to be powered by a Qualcomm Snapdragon 835 or Qualcomm Snapdragon 821 processor.
Read more...

5 Upcoming Smartphones that will Take Everyone by a Storm

1 comments

While the major smartphone manufacturers have already released their flagship smartphones, there are plenty of amazing handsets yet to be revealed in 2016. In this article, you will find 5 of the most amazing upcoming smartphones that will take everyone by a storm. Take a look at these awesome devices.

#5 in Our List of the Upcoming Smartphones: Nokia C1

 Nokia is planning to once again get into the top position in the smartphone market with its new upcoming handset, called the C1. It will be equipped with the Snapdragon 652 processor, 2 GB RAM and Adreno 510 GPU. More importantly, it will run through Android Nougat, not the Windows 10. It will have a large 5.5-inch IPS LCD display with 2K resolution. And it will have a powerful 13-MP rear shooter that will be able to capture stunning photos. All these features make the Nokia C1 one of the hottest upcoming smartphones of this year.

#4 in Our List of the Upcoming Smartphones: Microsoft Surface Phone

 Microsoft is strongly expected to bring the new Surface phone in this year. It is one of the most talked upcoming smartphones of this year. It will be powered by the Intel processor that will be significantly more powerful than the current Snapdragon processors. It will have a 5.5-inch quad-HD AMOLED display, which will be protected with the Corning Gorilla Glass 4. And it will have an extremely powerful 21-MP rear shooter and 8-MP front shooter. So, it is worth waiting to have such a great smartphone.

#3 in Our List of the Upcoming Smartphones: Huawei Nova/Nova Plus

 At IFA 2016, Huawei had been able to generate a massive buzz with its two new mid-range smartphones, called Nova and Nova Plus. The first one has a 5-inch display and 12-MP primary camera, while the second one features a larger 5.5-inch screen and a better 16-MP rear shooter that supports OIS. Both of them features the Snapdragon 625 processor and 3 GB RAM. And they look really stylish. The two upcoming smartphones are expected to be released in the next month.

#2 in Our List of the Upcoming Smartphones: Xperia XZ

The Xperia XZ features an outstanding 23-MP rear shooter. It can capture dazzling photos. More specifically, it is very likely to become the best smartphone shooter of this year. Being equipped with the Snapdragon 820 processor, 3 GB RAM and Adreno 530 GPU, it is able to show a stunning gaming performance. Its 5.2-inch display is not QHD. But thankfully, it features Sony’s signature waterproofing feature. Moreover, the device sports a powerful 2900 mAh battery that supports 17 hours and 30 minutes of talk-time on 3G network. It is expected to be released on October 17, 2016.
#1 in Our List of the Upcoming Smartphones - Google Pixel and Pixel XL

#1 in Our List of the Upcoming Smartphones: Google Pixel/Pixel XL

Google is rumored to partner with HTC to produce two new smartphones, called Pixel and Pixel XL. Both of them will be equipped with the Snapdragon 820 processor and 4 GB RAM. So, we are expecting a furiously fast performance from them. They will also feature a 13-MP or a 12-MP rear shooter. However, the most significant feature that differentiates the devices from the other upcoming smartphones is the Google’s “Daydream” mobile VR platform. Both of them are expected to be revealed in the next month.
This is the end of our list of the most amazing upcoming smartphones. What do you think about it? Share your thoughts by hitting the comment button.

 

Read more...

Samsung Galaxy Note 7 Features: 5 Features that Make the New Device Superior to Any Other Phablet on the Market

0 comments

The Samsung Galaxy Note 7 features have drawn a massive worldwide attention due to its uniqueness and incredible effectiveness. The amazing features have transformed the device into one of the best phablets that have been ever produced. In this article, you will find 5 of the key features that make it superior to any other device on the mark

Samsung Galaxy Note 7 Features: Iris Scanner

The Note 7 comes with such a component that can make your personal files more secured than ever before. It is the new iris scanner. You can put all your desired files in the encrypted Secured Folder and use the iris scanner to open it when required. That means, the iris scanner has produced a second layer of security to frustrate the hackers. More importantly, it is more secured than the fingerprint scanner. So, it is definitely one of the key Samsung Galaxy Note 7 features.

Samsung Galaxy Note 7 Features: S Pen Working as a Magnifying Tool

The S Pen comes with several new features. The most significant one is the ability to work as a magnifying tool. That means, you can use it to magnify anything on the display up to 300%. The cool thing is that even you magnify at the maximum level, you will never find any pixilation. All the credits go the QHD display.

Samsung Galaxy Note 7 Features: Incredibly Tough Screen

The 5.7-inch display is the toughest smartphone screen that Samsung has ever produced. It is 1.8 times tougher than the screen of the Galaxy Note 5. As a result, it can survive even if it accidentally falls down from your hand to the concrete floor. Thanks to the application of the new Corning Gorilla Glass 5.

Samsung Galaxy Note 7 Features: Super-Fast Performance

Samsung is able to run all the high-end games and apps with an outstanding pace. More specifically, in the Geekbench 3 test, it has scored 6311 points, which makes it one of the fastest phablets of all time. Thanks to the faster Exynos 8890 processor and the massive 4 GB RAM.

Samsung Galaxy Note 7 Features: Outstanding Battery Performance

In GSMArena’s endurance rating test, the 3500 mAh battery of the Galaxy Note 7 survives 90 hours. As a result, it has become one of the most powerful phablet batteries of the recent time. Even the battery of the iPhone 7 fails to outperform it.
These are the most buzzing Samsung Galaxy Note 7 features. Keep in touch with us to get more information about the new phablet of the Korean tech giant.
Read more...

ফেইসবুক ভিডিও এবার টিভিতে

0 comments

Read more...

গ্যালাক্সি নোট ৭-এর জীবনাবসান

0 comments

স্মার্টফোনের দুনিয়ায় ভিন্ন কিছু দেব স্যামসাং গ্যালাক্সি নোট ৭। এর আইরিশ স্ক্যানার এবং অত্যাধুনিক স্টাইলাস নিয়ে মাতামাতি বেশি। কিন্তু মূল আকর্ষণটা অন্যখানে। এতে এইচডিআর প্রযুক্তি যোগ হয়েছে।
অন্যান্য উচ্চমানের হাই-ডেফিনিশন এবং ৪কে ভিডিওর চেয়ে এর হাই ডায়নামিক রেঞ্জ ভিডিও অনেক বেশি ভালো। হাতে গোনা কয়েকটি টিভি এবং প্রোজেক্টরে এইচডিআর যোগ হয়েছে।
হাই ডায়নামিক রেঞ্জ বা এইচডিআর হলো আধুনিক টেলিভিশনের সর্বসাম্প্রতিক প্রযুক্তি। এটা ফোনের ক্যামেরায় থাকা এইচডিআর মোড থেকে ভিন্ন। যেমন- আইফোন বা অন্যান্য ফোনের ক্যামেরার মতো গ্যালাক্সি নোট ৭-এর ক্যামেরাতেও এইচডিআর মোড রয়েছে। কিন্তু পর্দায় এইচডিআর প্রযুক্তি সোজা কথা নয়।
টেলিভিশনে এইচডিআর থাকার অর্থ এর কন্ট্রাস্ট রেশিও এবং ব্রাইটনেস অন্যান্য টেলিশিনের চেয়ে অনেক উন্নতমানের। এসব টিভিতে যেকোনো সিনেমা বা অনুষ্ঠান দেখার মজাই আলাদা। নেটফ্লিক্স, আমাজন এবং ভুডু আজকাল এইচডিআর অফার করে। এসব টিভিতে ছবির যে মান আসে তা অন্য টিভিতে সম্ভব নয়।
নেটফ্লিক্স, আমাজন এবং অন্যান্য সেবা থেকেই ফোনের স্ক্রিনে এইচডিআর এসেছে। ল্যাপটপে বিল্ট-ইন ৪কে ব্লু-রে প্লেয়ারের মাধ্যমে এইচডিআর যোগ করা যেতে পারে। কিন্তু স্মার্টফোনের মতো ছোট স্ক্রিনে এ প্রযুক্তি বেশ অবাক করে দেয়। অর্থাৎ, ফোনে ছবি বা ভিডিও ঠিক এইচডিআর টেলিভিশনের মতোই দেখা যাবে। নিঃসন্দেহে তা ভালো বিষয়। কারণ আর যাই হোক, ফোনের স্ক্রিনটাই মানুষের কাছে মূল আকর্ষণ।
যদিও এত ছোট পর্দায় এইচডিআর প্রযুক্তি নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। তবে ওলেড-ভিত্তিক এইচডিআর বেশ উপভোগ্য। নোট ৭-এ ওলেড স্ক্রিন দেওয়া হয়েছে। ল্যাপটপেও ওলেড পর্দা দেওয়া হয়। কিন্তু এদের কোনোটাতেই এইচডিআর দেওয়া নেই। অধিকাংশ ল্যাপটপ এবং স্মার্টফোন এলসিডি পর্দায় তৈরি। এইচডিআর-এর সঙ্গে মানানসই হতে এলসিডি টিভির চেয়ে ওলেড টিভিগুলোই বেশি গ্রহণযোগ্যতা পায়।
আসলে এইচডিআর পর্দাগুলোর মধ্যেও পার্থক্য রয়েছে। সি নেটের টিভি বিশেষজ্ঞ ডেভিড কাৎজমার নোট ৭-এ চোখ দিয়েছেন। এর এইচডিআর মোড মূলত ভিডিও প্রসেসিং অপশন। এই মোড ব্যবহার করা হলে ভিডিওর মান কিছুটা বদলে যায়। ছায়াগুলো আরেকটু গাঢ় হয়। যদি গামা কিছুটা কমানো হয় তবে তা সত্যিকার এইচডিআর টিভি'র মতো কিছু দেখায় না। তবে বেশ সন্তুষ্ট হয়েছে বিশেষজ্ঞ গ্যালাক্সি নোট ৭-এর এ প্রযুক্তিতে।
তবে মনে রাখতে হবে, এইচডিআর শুনলেই উত্তেজিত হলে চলবে না। যারা উত্তেজিত হয়ে এইচডিআর প্রযুক্তির যন্ত্র কিনেছেন তাদের অনেকেই হতাশ। তারা এর মর্ম কিছুই বোঝেননি। কারণ আসল এইচডিআর তারা দেখেননি।
তাই এইচডিআর প্রযুক্তি ল্যাপটপ বা টিভি বা স্মার্টফোন মানেই যে আসল এইচডিআর পাচ্ছেন তা নিশ্চিত নয়। তবে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭-এর এইচডিআর মন্দ নয়। হাজার হলেও স্যামসাং বলে কথা।

Read more...

স্টাইলাসসহ ল্যাপটপ আনবে স্যামসাং?

0 comments

এর আগে স্যামসাং ক্রোমবুক-কে 'কেভিন' নাম দেওয়া হয়েছিল। এতে সম্ভাব্য যে ফিচারগুলো থাকছে সেগুলো হচ্ছে- ১২.৩ টাচস্ক্রিন ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি হিঞ্জ আর ৩২ জিবি স্টোরেজ। সঙ্গে স্যামসাংয়ের 'পেন' নাম দেওয়া স্টাইলাস তো আছেই। 
বিভিন্ন ই-কমার্স সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর বাজারে ছাড়তে যাওয়া এই ডিভাইসের দাম ধরা হবে ৪৯৯ ডলার। তবে দামের এই অংকটা পরিবর্তন করা হতে পারে। বাজারে থাকা এই ক্যাটাগরির ক্রোমবুকগুলোর দাম ১৮০ থেকে ৩০০ ডলার। সে হিসাবে আনুমানিক ধরা এই দামটা কিছুটা বেশিই হতে পারে। 
বাজারে চলা এই গুঞ্জন নিয়ে স্যামসাং কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে।
গ্যালক্সি নোট ৭ নিয়ে ভালই ধকল পোহাতে হয়েছে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিক জায়ান্টকে। নতুন এই ল্যাপটপ উন্মোচনে ক্রোমবুক প্রো-কে নিজেদের ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত করতে স্যামসাংয়ের আগ্রহ প্রকাশ পাবে।
Read more...

 

Information technology Copyright © 2013 Minima Template
Designed by BTDesigner Published..Blogger Templates · Powered by Blogger