স্টাইলাসসহ ল্যাপটপ আনবে স্যামসাং?

এর আগে স্যামসাং ক্রোমবুক-কে 'কেভিন' নাম দেওয়া হয়েছিল। এতে সম্ভাব্য যে ফিচারগুলো থাকছে সেগুলো হচ্ছে- ১২.৩ টাচস্ক্রিন ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি হিঞ্জ আর ৩২ জিবি স্টোরেজ। সঙ্গে স্যামসাংয়ের 'পেন' নাম দেওয়া স্টাইলাস তো আছেই। 
বিভিন্ন ই-কমার্স সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর বাজারে ছাড়তে যাওয়া এই ডিভাইসের দাম ধরা হবে ৪৯৯ ডলার। তবে দামের এই অংকটা পরিবর্তন করা হতে পারে। বাজারে থাকা এই ক্যাটাগরির ক্রোমবুকগুলোর দাম ১৮০ থেকে ৩০০ ডলার। সে হিসাবে আনুমানিক ধরা এই দামটা কিছুটা বেশিই হতে পারে। 
বাজারে চলা এই গুঞ্জন নিয়ে স্যামসাং কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে।
গ্যালক্সি নোট ৭ নিয়ে ভালই ধকল পোহাতে হয়েছে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিক জায়ান্টকে। নতুন এই ল্যাপটপ উন্মোচনে ক্রোমবুক প্রো-কে নিজেদের ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত করতে স্যামসাংয়ের আগ্রহ প্রকাশ পাবে।

Share this article :

0 comments:

Post a Comment

 

Information technology Copyright © 2013 Minima Template
Designed by BTDesigner Published..Blogger Templates · Powered by Blogger