চীনের বাজারে বিপুল সাড়া ফেলেছে এমআই ৫। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা এ ডিভাইস বুধবার থেকে ফ্ল্যাশ সেলের মাধ্যমে বিক্রি শুরু করে শাওমি। এতে প্রথম ধাপে ৪০ লাখ ইউনিট বিক্রি হয়। শুধু তাই নয়, ডিভাইসটি কেনার আগ্রহ দেখিয়েছেন ১ কোটি ৭০ লাখ গ্রাহক।
এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শাওমি কর্তৃপক্ষ। চীনভিত্তিক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ডিভাইসটির উৎপাদন বাড়ানো হবে।
স্মার্টফোনটিতে রয়েছে থ্রিডি সিরামিক কভার। স্টোরেজ ১২৮ জিবি। ৩ হাজার মেগাহার্টজ ব্যাটারি। ৫.১৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন।
সেই সঙ্গে রয়েছে ফোরজি কানেক্টিভিটি এবং ৬০০ এমবিপিএস ডাউনলোড ক্ষমতা। মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৪ মেগাপিক্সেল। ওজন ১২৯ গ্রাম।
এমআই ৫ স্মার্টফোনটি হুয়াওয়ের মেট ৮ এর চেয়ে ৪০ শতাংশ সস্তা, স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ এর চেয়ে ৫০ শতাংশ সস্তা এবং অ্যাপেলের আইফোন ৬এস -এর চেয়ে প্রায় ৬০ শতাংশ সস্তা।